Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
মাজার শরীফ আতকাপাড়া
Details

পীর হাজী হাফেজ সৈয়দ ওযারেচ্ছী (র) আলী শাহ ভারতের জনৈক প্রদেশের বারবাগী জেলার “দেওযান  শরীফ” মাজারে থাকা কালে হযরত সৈয়দ জমির শাহ ওযারেচ্ছী পীর হাজী হাফেজ  সৈয়দ ওযারেচ্ছী (র) আলী শাহ্ এর নিকট ছেলে বেলা থেকে চলে আসেন এবং শিষ্যত্ব গ্রহণ করেন। অতপর মা-বাবার নির্দেশে বিবাহ বন্ধনে  আবদ্ধ হন।বিবাহের পরপরই আবার গৃহ ত্যাগ করেণ এবং পীর সাহেবের মাজারে চলে  আসেন। তারপর ভারতের আজমীর শরীফে চলে আসেন। সেখান হতে বাংলাদেশের উদ্দেশ্যে বর্তমান সময়কাল থেকে আনুমানিক ১১৫/১১৬ বছর পূর্বে  চলে আসেন বাংলাদেশে এবং নেত্রকোণা হয়ে মোহনগঞ্জে চলে যান।মোহনগঞ্জ  হতে বোয়ালী –ইছাপুর  গ্রামে যান এবং কিছু দিন অবস্থান করেন অতপর মদনের ফতেপুর গ্রামে কিছু দিন থাকার পর নেত্রকোণার মদনপুর -এ আসেন এবং সেখানে কিছুদিন অবস্থান করেন।মদনপুর হতে লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন এ আতকাপাড়া গ্রামে আসেন। আতকাপাড়া গ্রামে আনুমানিক দুই বৎসর বসবাস করার পর বর্তমান মাজার শরীফ  এলাকায়